সচিন তেন্ডুলকরের কন্যা পা রাখতে চলেছেন বলিউডে! হিন্দি ছবির নতুন মুখ হিসেবে কিছু দিনের মধ্যেই দেখা যাবে সারা তেন্ডুলকরকে।
এই গুঞ্জনেই আপাতত উত্তাল বলিপাড়া। ছবিতে আসার আগেই অবশ্য নেটমাধ্যমে লক্ষ অনুরাগীর মন জিতেছেন কন্যে। সৌন্দর্যে, নিত্যনতুন ছবি ও বুদ্ধিদীপ্ত মন্তব্যে নজর কেড়েছেন অনেকেরই।
প্রবাসী সারাকে ইদানীং ঘনঘন দেখা যাচ্ছে মুম্বইয়ে। বলিউডের কানাঘুষো বলছে, বাবার মতো বাইশ গজে নয়, বলিউডের রুপোলি পর্দায় ছক্কা হাঁকাবেন সচিন-কন্যা। শনিবার সকালেই মুম্বই বিমানবন্দরে সারাকে দেখা গিয়েছে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত।
ঘিয়েরঙা ক্রসেট ও কালো লেগিংসে অনন্যা সারা। তাঁর চলাফেরা যেন অনেকটা বাবার মতোই। সারা এ বার মুম্বইতে এসেছেন তাঁর প্রথম ছবিতে চুক্তিবদ্ধ হতে— এমনই ধারণা অনেকের।
তাঁর সাম্প্রতিক ছবিটি ঘিরেও প্রশংসা-কৌতূহলের বন্যা। কেউ বলেছেন, বলিউডের নায়িকাদের থেকেও বেশি সুন্দরী সারা। কারও আবার স্পষ্ট মন্তব্য, এ বার হিন্দি ছবিতে নায়িকা হচ্ছেন সারা। সেই কাজেই নিয়মিত মুম্বই আসা-যাওয়া করতে হচ্ছে তাঁকে।