কুষ্টিয়ায় যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার উদ্ধত্য দেখিয়েছে তারা রাজাকার আলবদরদের উত্তরসূরী।
আজ রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।
শাহবাগ ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিলাল রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য রাশেদ মাহমুদ রাসেল, ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ,শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হামিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ রাসেল,২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাশেম, মোঃ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মাসুদ, সাংগঠনিক সম্পাদক কাশেমসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
দেশবিরোধী মৌলবাদী ও উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে রাজপথে মোকাবেলায় আওয়ামী লীগের কর্মীরা সব মাঠে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা। প্রতিবাদ মিছিলটি শাহবাগ এবং আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।