The news is by your side.

ফুটবল সম্রাট পেলেকে কে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাননি নেইমার

0 125

ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছিল, নেইমার পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন পেলের শেষকৃত্যে যোগ দিতে। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাবেন না পিএসজি তারকা।

নেইমারের পক্ষ থেকে তাঁর বাবা উপস্থিত আছেন পেলের শেষকৃত্যে।

পেলের কফিনবন্দি দেহ সর্বসাধারণের শ্রদ্ধা প্রদর্শনের জন্য ২৪ ঘণ্টার জন্য সান্তোস এফসির মাঠ ভিলা বেলমিরোয় রাখা হয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যমকে নেইমারের বাবা বলেছেন, নেইমার আসবে না। তার মন খুব খারাপ। সে আমাকে এখানে তার পক্ষ থেকে উপস্থিত থাকতে বলেছে।

তিনি বলেন, কাউকে হারানো কত কষ্টের সেটা আমরা বুঝি। আমরা শুধু একজন খেলোয়াড়কেই হারাইনি, একজন মানুষকেও হারিয়েছি। শুধু আগের প্রজন্ম নয়, বর্তমান প্রজন্মের জন্যও পেলে হলো প্রেরণা।

এদিকে, সম্মান প্রদর্শন শেষে মঙ্গলবার (৩ জানুয়ারি) পেলের মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়। নিয়ে যাওয়া হবে ক্যানাল ৬ সড়কের পৈতৃক বাড়ির সামনে দিয়ে। যেখানে থাকেন পেলের শত বছর বয়সী শয্যাশায়ী মা। ছেলেকে শেষবারের মতো একবার ছুঁয়ে দেখবেন বলে। স্মৃতি হারিয়ে ফেলায় তিনি জানেনই না তার ছেলে মারা গেছে।

এদিন মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা সমাধিস্থলের ১৪ তলা ভবনে সমাহিত করার কথা রয়েছে পেলেকে। এটি বিশ্বের সবচেয়ে উচু ও খাড়া সমাধিস্থল। এর ওপর থেকে ভিলা বেলমিরো স্টেডিয়ামও দেখা যায়।

Leave A Reply

Your email address will not be published.