The news is by your side.

প্রথমবার শিলিগুড়িতে আরিজিতের কনসার্ট, টিকিটের দাম ৪৯ হাজার টাকা!

0 84

কলকাতায় অরিজিৎ সিংহের মেগা শো-এর ঘোর এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি শহরবাসী। এখনও সমাজমাধ্যমের পাতায় ইকো পার্কে অরিজিতের কনসার্টের টুকরো ভিডিয়ো ভাসছে। অনুরাগীদের জন্য খুশির খবর, উত্তরবঙ্গে এই প্রথমবার শো করতে চলেছেন অরিজিৎ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই কনসার্ট। তবে বদলেছে শো এর তারিখ। প্রথমে ১ লা এপ্রিল দিনটিকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরে তা একদিন পিছিয়ে ২ এপ্রিল করা হয়েছে।

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় ২০ হাজার। তুলনায় ইকো পার্ক আরও বড়। সেখানে অব্যবস্থার কথা স্বয়ং অরিজিৎ স্বীকার করে নিয়েছেন। ফেসবুকে শহরবাসীর কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছিলেন শিল্পী। এসব কিছু মাথায় রেখে ব্যবস্থাপনার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে বলে জানান উদ্যোক্তা তোচন ঘোষ ।

তিনি বলেন,‘‘আশা করছি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’’

কলকাতায় শিল্পীর কনসার্টের টিকিটের সর্বোচ্চ মূল্য ছুঁয়েছিল প্রায় ৮০ হাজার টাকা। এবার শিলিগুড়ির অনুষ্ঠানে টিকিটের মূল্য প্রসঙ্গে তোচন বলেন, ‘‘এখানে টিকিটের দাম শুরু হচ্ছে ১৫ হাজার টাকা থেকে। সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ৪৯ হাজার টাকা।’’

Leave A Reply

Your email address will not be published.