পাকিস্তানে অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে সোমবার নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোট হবে।
সোমবার পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ২টায় পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। প্রার্থীদের আজ রবিবার দুপুর ২টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।
এরপর হবে যাচাই-বাছাই। তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ পিএমএল-এন প্রধান। ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পতনে সামনে থেকে ভূমিকা রেখেছেন শাহবাজ।
ইমরান খানের পতনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রার্থী হয়েছেন শাহবাজ শরিফ।গতকাল অনুষ্ঠিত অনাস্থা ভোটে ইমরানের বিপক্ষে ১৭৪ ভোট পড়েছে। ৩৪২ আসনের জাতীয় পরিষদে ইমরানকে ঠেকাতে প্রয়োজন ছিল ১৭২ ভোট। ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোয় জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে জল্পনায় শোনা যাচ্ছে- ―শাহবাজ শরিফ এগিয়ে আছেন।