নেপালের পোখারায় অবতরণের আগে হঠাৎ বিধ্বস্ত হয়ে যায় ইয়েতি এয়ারলাইন্সের একটি প্লেন। এটি দেশটির তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্লেন দুর্ঘটনা। প্রাণ যায় প্লেনে থাকা সবার। অবশেষে দুর্ঘটনার কবলে পড়া প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর কাঠমান্ডু পোস্টকে ব্ল্যাক বক্স উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রায় ২৪ ঘণ্টা পর ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতৌলা বলেন, দুটি রেকর্ডারই ভালো অবস্থায় ছিলো। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও ক্রুদের মধ্যে কথোপকথন শোনার জন্য এগুলো তদন্তকারীদের কাছে পাঠানো হবে।
নেপালের স্থানীয় পত্রিকা ইকান্তিপুর তাদের এক প্রতিবেদন বলছে, বিধ্বস্ত হওয়া বিমানটির রানওয়ে-৩০এ অবতরণের কথা ছিলো। একই পাইলট ও ক্রু সমেত বিমানটি একই রানওয়েতে ওই দিন সকালবেলা একবার অবতরণ করেছিলো। তবে, শেষ মুহূর্তে বিমানটি রানওয়ে-১২তে অবতরণের অনুমতি চায়।
রবিবার ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান পোখারায় বিধস্ত হওয়ার পর এ পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, বিমানটিতে আরোহী সবাই নিহত হয়েছেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।