The news is by your side.

দোনবাস থেকে সরিয়ে ফেলা হচ্ছে ইউক্রেনের পতাকা, নেতৃত্বে রমজান কাদিরভ

0 344

 

আন্তর্জাতিক ডেস্ক

ফের আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশ্বস্ত বন্ধু চেচেন নেতা রমজান কাদিরভ।

এউ চেচেন নেতা একটি ভিডিও প্রকাশ করেছেন।

ভিডিওতে দেখা যায়, চেচেন যোদ্ধারা দোনবাসের লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক শহরের মূল কেন্দ্রে হাঁটাহাটি করছেন।

সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন এবং শহরটির প্রধান বিল্ডিংগুলো থেকে ইউক্রেনের পতাকা সরিয়ে ফেলছেন।

ভিডিওতে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। এর মধ্যে সেখানকার সাধারণ জনগণ খুব হাসিখুশিভাবে চেচেন যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছেন তাদের ‘স্বাধীন’ করার জন্য।

লহানেস্কের গভর্নর সেরহি হাইডাই বলেছেন, বিপক্ষ পক্ষের সেনারা শহরে প্রবেশ করেছেন এটি সত্যি। কিন্তু সেখানকার সাধারণ জনগণ চেচেন যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছেন এ বিষয়টি মিথ্যা।

 

Leave A Reply

Your email address will not be published.