The news is by your side.

দুর্ঘটনায় গুরুতর আহত ভিকি কৌশল

0 647

 

 

ভিকি কৌশল, এই একটা নামেই হাজার হাজার নারীদের মনে ঝড় ওঠে৷ তালিকায় বাদ নেই পুরুষেরাও৷ ভিকির অভিনয়ের জাদুতে আচ্ছন্ন সিনেপ্রেমীরা৷

ভিকির ভক্তদের জন্য দুঃসংবাদ৷ শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় পড়লেন এই অভিনেতা৷ ভানুপ্রতাপ সিংয়ের একটি ভৌতিক ছবির শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় পড়লেন ভিকি, আর তাতে মুখে গুরুতর আঘাত লাগে তাঁর৷

একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় দৌড়ে একটি দরজা খোলার সময়, সেটি ভেঙে তার ওপরেই পড়ে যায়৷ এবং গুরুতর আহত হন তিনি৷ স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷ এবং শুক্রবার তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হয়৷

গুজরাতে শ্যুটিং ছিল এই ছবির৷ কিন্তু শ্যুটিংয়ের মাঝে এই দুর্ঘটনা ঘটায় শ্যুটিং বন্ধ রাখতে হয়৷ এই ভৌতিক ছবি ছাড়াও, করণ জোহরের তখত্ ছবিতে অভিনয় করছেন তিনি৷ এতে ভিকি চাড়াও রয়েছেন, রণভীর সিং, আলিয়া, করিনা, জাহ্নবি প্রমুখরা৷

 

 

Leave A Reply

Your email address will not be published.