The news is by your side.

দুই বউ নিয়ে হিমশিম রণবীরের!

0 639

বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতা রণবীর সিং গত বছর বিয়ে করেন দীপিকা পাড়ুকোনকে। কিন্তু তিনি গতকাল ইনস্টাগ্রামে লিখেছেন, দুই বউ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে তার জন্য! ঘটনা কী? আসলে রণবীর পোস্টটি দিয়েছেন মজা করে। ছবিতে দুই বউয়ের সঙ্গে ছবি দিলেও আসলে বউ কিন্তু একটাই। অন্যটা বউয়ের মতো দেখতে হলেও সেটি মূর্তি।

বৃহস্পতিবার লন্ডনের মাদাম তুসোতে বলিউড অভিনেত্রী দীপিকার মূর্তি উন্মোচন করা হয়েছে। রণবীর, দীপিকাসহ দুই পরিবারের লোকজন তাতে উপস্থিত ছিলেন। দীপিকা তার মূর্তির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সঙ্গে ছিলেন স্বামী রণবীরও। সেই ছবিটি পোস্ট করেই ইনস্টাগ্রামে রণবীর লিখেছেন, আসলজন কিন্তু আমার কাছেই!

মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আরও ছিলেন দীপিকার বাবা-মা প্রকাশ ও উজ্জলা পাড়ুকোন, রণবীরের বাবা জগজিত সিং ও মা অঞ্জু ভবানী।

 

Leave A Reply

Your email address will not be published.