The news is by your side.

দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল  

0 148

নির্বাচন কমিশনের চাইতে নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গাইবান্ধা উপনির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করেও সুষ্ঠ নির্বাচন দিতে ব্যর্থ নির্বাচন কমিশন। সে কারণে নিজেরাই নির্বাচন বন্ধ করতে বাধ্য হলো। এর মধ্যদিয়ে আমাদের কথার সত্যতা প্রমাণিত হলো যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠ হওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের স্বার্থে বর্তমান সরকারকে হটিয়ে নতুন সরকার ব্যবস্থা প্রয়োজন। এর জন্য আমরা আন্দোলন শুরু করেছি। চট্টগ্রামের ১২ অক্টোবরের আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতনের আন্দোলন গুরুত্বপূর্ণ। প্রতিবিভাগে আন্দোলনের মাধ্যমে দ্রুতই এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

উক্ত মতবিনিময় সভায় জেলা ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নুর করিমসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.