The news is by your side.

তাইওয়ানে চীনের ১১ যুদ্ধজাহাজ

0 198

তাইওয়ানে ফের প্রবেশ করেছে চীনের যুদ্ধজাহাজ। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রণালির মধ্যরেখা বা প্রতিরক্ষা অঞ্চলে চীনের ১১টি যুদ্ধ জাহাজ প্রবেশ করেছে।

চীন তাইওয়ানের কাছে তাদের সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে। তাইওয়ান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চীন কখনো এই দ্বীপ শাসন করেনি। তাই এটি তাদের এমনটি দাবি করার কোনো অধিকার নেই।

তবে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। পেলোসির তাইওয়ান সফরের পর চীনের অন্তত ২৭টি যুদ্ধবিমান দেশটির প্রতিরক্ষা অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করেছে।

একইসঙ্গে তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া শুরু করে চীন। এছাড়া দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।

Leave A Reply

Your email address will not be published.