The news is by your side.

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, একদিনে আক্রান্ত হাজার ছাড়ালো

0 188

 

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। একই সময়ে আরও ১ হাজার ২০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৫১ জনে এবং তাদের মধ্যে মোট ১৩৬ জন মারা গেছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৬৩০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৬১৮ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৪০২ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ২ হাজার ৩৫০ জন ঢাকার এবং ১ হাজার ২৮০ জন ঢাকার বাইরে।

Leave A Reply

Your email address will not be published.