ফ্রেঞ্চ লিগ ওয়ানের এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে গতরাতে মাঠে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি এই দলটির হয়ে এটি অ্যাঙ্গেল ডি মারিয়ারও শেষ ম্যাচ ছিল। আর্জেন্টাইন এই তারকা কান্নাভেজা চোখে পার্ক দি প্রিন্সে পিএসজি সমর্থকদের বিদায় জানালেন।
পিএসজির হয়ে সাতটি মৌসুম কাটিয়েছেন যে মাঠে, সেখানকার সমর্থকদের সঙ্গেই কত হাসি-কান্না ভাগাভাগি করে নিয়েছেন, বিদায় বেলায় তাই আবেগে বাঁধ দিতে পারেননি তিনি।
বিদায়বেলায় কাঁদছিলেন পিএসজির ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এই ফুটবলার। কেঁদেছে পিএসজির সমর্থকরাও।
বিদায় বেলায় ডি মারিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি, ‘আমাদের ক্লাবকে সব অবস্থায় প্রতিনিধিত্ব করা নিখুঁত একজন ফুটবলার হিসেবে ডি মারিয়াকে মনে রাখবে সমর্থকরা। ’
পিএসজির হয়ে বিদায়ী ম্যাচেও ডি মারিয়া করেছেন গোল, করিয়েছেনও। মেৎজের বিপক্ষে পিএসজি জিতেছে ৫-০ ব্যবধানে। পিএসজি ছেড়ে ডি মারিয়া কোথায় যাবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন রয়েছে।