The news is by your side.

ট্রাম্প আমেরিকানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন: বাইডেন

0 482

 

 

ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ব্যাগপত্র গোছগাছ করে বাড়ি যাওয়ার সময় হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে সোমবার দেশটির ওহাইও অঙ্গরাজ্যে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বাইডেন অভিযোগের সুরে বলেন, গত চার বছরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। মার্কিনিদের  ঐক্যবদ্ধ করতে পারেননি।

তিনি বলেন, ‍যিনি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন, তাকে আর প্রেসিডেন্ট হিসেবে দেখব না। যিনি আমেরিকানদের নিরাপত্তা দিতে পারেননি তাকে আর প্রেসিডেন্ট পদে দেখতে চাই না। ট্রাম্পকে ক্ষমতা থেকে বের করে দেয়ার সময় এসেছে আমেরিকানদের সামনে।

বাইডেন বলেন, লাখ লাখ ভোটার এরই মধ্যে ভোট দিয়ে দিয়েছেন।  লাখ লাখ ভোটার ৩ নভেম্বর ভোট দেবেন। সবার প্রতি আমার সাধারণ বার্তা হচ্ছে- দেশকে পরিবর্তনের ক্ষমতা আপনাদের হাতে।  জাতিকে ভোটে বাধা দেবে এমন ক্ষমতা কারও নেই।

বাইডেন আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র বিশৃঙ্খলা দেখেছে।

 

Leave A Reply

Your email address will not be published.