The news is by your side.

টানা ১২৬ ঘণ্টা নেচে রেকর্ড করলেন নেপালের তরুণী বন্দনা

0 791

 

 

১২৬ ঘণ্টা একটানা নেচে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিলেন নেপালের এক তরুণী। ‘লংগেস্ট ডান্সিং ম্যারাথন বাই অ্যান ইন্ডিভিজুয়াল’ বিভাগে ওই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল ভারতের দখলে। শনিবারের পর থেকে তা হল নেপালের।

১২৬ ঘণ্টা নেচে রেকর্ড করা ওই তরুণী পূর্ব নেপালের ধানকুটা জেলারক বাসিন্দা। ১৮ বছরের ওই তরুণীর নাম বন্দনা। এই রেকর্ডে গড়ার পরই বন্দনাকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

রেকর্ড গড়ার এই অনুষ্ঠান সম্প্রতি আয়োজন করা হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। সেখানে প্রচুর মানুষ এসেছিলেন বন্দনার বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হতে। এর আগে এই রেকর্ড ছিল কলামন্ডলম হেমলতার দখলে। ২০১১তে তিনি টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে বিশ্বরেকর্ড করেছিলেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.