The news is by your side.

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

0 687

 

ভারতের রাজকোটে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রাজকোটে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ ঘূর্ণিঝড় এবং তার প্রভাবে বৃষ্টির কারণে শঙ্কায় পড়ে গিয়েছিল। সেই শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়ে টস হয়েছে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় টাইগারদের। ভারতের বিপক্ষে আজ তাই সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারতকে সিরিজে হারিয়ে দেয়ার এটাই সুযোগ! দিল্লির ভয়াবহ বায়ুদূষণের চ্যালেঞ্জ জয় করে রাজকোটের ঘূর্ণিঝড়কে পেছনে ফেলে এবার ভারত জয়ের পালা।

অন্যদিকে দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ভারত কখনোই সিরিজ হারেনি। যদি টাইগাররা আজও তুলে নেয় সেটা তাদের বড় লজ্জার। সেই সাথে সিরিজ হারাবে। তাই-তো রোহিত শর্মারা জয় তুলতে মরিয়া। সেই সাথে সিরিজেও সমতা ফিরবে স্বাগতিকদের।

বাংলাদেশ প্রথম ম্যাচে জয়ী দলের সমন্বয় নিয়েই নেমেছে। ভারতও তাদের একাদশে আনেনি কোন পরিবর্তন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের আগের দিন বলেন, কন্ডিশন দেখে দলে পরিবর্তন আনবেন। খলিল আহমেদের বদলে শার্দুল ঠাকুরকে নেওয়ার গুঞ্জন বের হয়। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্য হয়নি।

পিস রিপোর্টে সুনীল গাভাস্কার উল্লেখ করেন, উইকেট ব্যাটিং সহায়ক হবে। শুরুতে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারেন। কারণ বৃষ্টি হয়েছে, সঙ্গে উইকেটে আছে কিছুটা ঘাস। তবে আউটফিল্ড কেমন আচরণ করবে তা বলা দুষ্কর বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহও মনে করেন, ব্যাট করা সহজ এই উইকেটে। শুরুতে ব্যাটিং পাওয়া বাংলাদেশকে তাই বড় রান তুলতে হবে। তবেই ভারতকে আটকানোর সাহস পাবে বোলাররা।

বাংলাদেশলিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিষব পন্থ (উইকেট-রক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শুভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

 

Leave A Reply

Your email address will not be published.