The news is by your side.

জাপানে ক্রুজ শিপে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬০

0 657

 

জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৬০ জন। এ নিয়ে ক্রুশ শিপে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩০ এ দাঁড়িয়েছে। দেশটির জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে সোমবার এ কথা জানিয়েছে।

তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়েকোহামায় ক্রুজ শিপটি এসে পৌঁছানোর পর দু’সপ্তাহ ধরে এটিকে কোয়ারানটাইনে রাখা হয়েছে। এর আগে গত মাসে এ জাহাজের এক যাত্রীর শরীরে এ ভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেয়া হয়।

জাহাজটিতে ৩ হাজার ৭শরও বেশি যাত্রী রয়েছে। আক্রান্ত বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। জাহাজটির অধিকাংশ যাত্রীই বয়স্ক।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে প্রায় পাঁচশ লোকের জন্যে ঔষধ ও অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করেছে।

ক্রুজ শিপটির প্রায় একশ যাত্রী বলেছে, তারা কেউ জ্বরে আক্রান্ত কিংবা কেউ কেউ সুস্থ বোধ করছে না।

 

Leave A Reply

Your email address will not be published.