The news is by your side.

জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

0 675

 

সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন না করার দাবিতে ব্যাপক সমর্থনের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

শনিবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও ইসি কমিশনাররা বৈঠক করছেন। এ ছাড়া বৈঠকে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা।

তবে কী কারণে এই জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন তার সুনির্দিষ্ট কোনো কিছু জানা যায়নি।

এর আগে সকালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ আগানো বা পেছানো সম্ভব কিনা- তা কমিশন বসে সিদ্ধান্ত নেবে।

আগামী ৩০শে জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বলছেন, ওই দিন সরস্বতী পূজা রয়েছে। তাই তারা সেটি পেছানোর আবেদন করেছেন। নির্বাচন পেছানোর দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির প্রায় ৪০ জন শিক্ষার্থী। বাংলাদেশ হিন্দু মহাজোট আজ এক বিবৃতিতে পূজার দিন ভোট হলে তা বর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.