প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ। পাক সংবাদনমাধ্যমের খবর অনুযায়ী, পায়ে গুলি লেগেছে ইমরানের। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আহত হয়েছেন আরও সাত জন। গুলি ছুড়েছেন যে ব্যক্তি, তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার গুজরানওয়ালায় পদযাত্রা নিয়ে বেরিয়েছিলেন ইমরান। সেই সময়ই পর পর এলোপাথাড়ি গুলির শব্দে কেঁপে ওঠে চারিদিক। ইমরানকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর পায়ে গুলি লেগেছে। আহত হয়েছেন এক শিশু-সহ আরও সাত জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ইমরানের কন্টেনার ঘেঁষেই এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। সেই সময় গুজরানওয়ালার আল্লাওয়ালা চকের কাছে ছিল পদযাত্রা। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জানিয়েছে, ইমরান নিরাপদ রয়েছেন। ইমরানের ম্যানেজার, এক শিশু-সহ সাত জন আহত হয়েছেন। পঞ্জাব প্রদেশের পুলিশের উপস্থিতিতে গুলি চালানো হ.য় বলে অভিযোগ।