The news is by your side.

জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চাই না: প্রধানমন্ত্রী

0 263

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ক্ষমতার ইচ্ছা হলো আমার দেশের উন্নতি করা। আমি নির্বাচন করবো, জিতে ক্ষমতায় আসবো। কিন্তু জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চাই না।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘যেনতেন ভাবে প্রধানমন্ত্রী হওয়া আমার লক্ষ্য ছিল না কখনও। আমি নির্বাচন করে ক্ষমতায় এসেছি। এসে মানুষের জন্য উন্নয়ন করেছি।’

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৩ বছরের উন্নয়ন দেখেন আপনারা। চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে। এর আগেও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো তখনও যথেষ্ট উন্নয়ন হয়েছে। যা অন্য কোনো সরকার করেনি। জনগণ আমাদের উন্নয়নে ভরসা রেখেছে বলেই আমরা বার বার ক্ষমতায় এসেছি।

পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।

 

Leave A Reply

Your email address will not be published.