রাখি সাওয়ান্ত । ‘ড্রামা ক্যুইন’এবার বলিউডের গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন।
রাখি বলেন, ‘আজ আমি খুব খুশি। আসলে এটা একটা সিক্রেট ছিল। ২০২২ (আসলে ২০২৪) সালের নির্বাচনে আমি লড়তে চলেছি। এই সংবাদটি মোদী জি এবং আমাদের অমিত শাহ জি ঘোষণা করতেন। তবে এটা আমার সৌভাগ্য যে এই সংবাদটি আমার হৃদয়ের ড্রিম গার্ল, আমার সুইটহার্ট , আমার হেমা মালিনী জি- আমার ডার্লিং ঘোষণা করেছেন যে এবারের নির্বাচনে আমি লড়তে চলেছি’।
এখানেই থামেননি ‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রী, রাখির সংযোজন, ‘আসলে আমার বিষয়ে মোদী এবং অমিত শাহ জি ঘোষণা করতেন। কিন্তু মোদী জি হোক বা হেমা মালিনী জি হোক, বিষয়টতা একই।
রাখি প্রশ্ন করেন – চা বিক্রি করে যদি একজন প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে তিনি বলিউডে কাজ করে নিদেনপক্ষে মুখ্যমন্ত্রী হতে পারবেন না?
অভিনেত্রীর এই প্রশ্নের উত্তর রাজনীতিতে যোগ দেওয়ার পর জানা গেলেও, তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার সংবাদে নেটিজেনদের একাংশের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।
একজন নেটাগরিক লিখেছেন, ‘না। কোনোদিন না। রাখি বলে দাও এটা মিথ্যে। প্লিজ।‘ আরেকজন আবার কটাক্ষের সুরে লিখেছেন, ‘এবার ঘোড়াদের দৌড়ে গাধারাও দৌড়বে’ ।