চরিত্রের প্রয়োজনে পোশাক ছোট, বড় কিংবা খোলামেলা কোন বিষয় নয়
ভিশন নিউজ ২৪ এর মুখোমুখি অভিনেত্রী চমক তারা
নিজস্ব প্রতিবেদক
চমক তারা। উচ্চ শিক্ষার পাশাপাশি কাজ করছেন থিয়েটারে। ইতোমধ্যে অভিনয় করেছেন একাধিক চলচ্চিত্রে। বাজিমাত করেছেন আইটেম সং এ।
বর্তমানে নিজের নামেই একটি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। মিউজিক ভিডিও ভিত্তিক এই চ্যানেলে মুখ্য চরিত্রে অভিনয় করছেন চমক তারা নিজেই।
নিজের ক্যারিয়ার এবং অভিনয় নিয়ে চমক তারা মুখোমুখি হন- ভিশন নিউজ ২৪ এর।
ভিশন নিউজ ২৪: মিডিয়ায় প্রথম কাজ ?
চমক তারা : আখতারুজ্জামান তুহিনের পরিচালনায় – মহল্লার ভাই ( সিরিয়াল)
ভিশন নিউজ ২৪: ভালো লাগা এবং খারাপ লাগা কাজ?
চমক তারা : বেশিরভাগ কাজই ভালো লেগেছে। আবার দু-একটি কাজ খারাপ লেগেছে, তবে এই মুহূর্তে মনে পড়ছে না।
ভিশন নিউজ ২৪: নিজের ইউটিউব চ্যানেল নিয়ে পরিকল্পনা…
চমক তারা : চ্যানেলটি নিয়ে নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। লক্ষ্য- চ্যানেলটিকে একটি ভালো জায়গায় দাঁড় করানো।
ভিশন নিউজ ২৪: পছন্দের অভিনেতা, অভিনেত্রী…
চমক তারা : কারও নাম উল্লেখ না করে , চমক তারার কৌশলী উত্তর- অনেকেই।
ভিশন নিউজ ২৪: চরিত্রের সঙ্গে পোশাক, যদি অনেকটা খোলামেলা হয় ; সে বিষয়ে আপনার মত…
চমক তারা : যখন আমি অভিনয় করি, তখন আমি চমক তারা থাকি না। গল্পের সঙ্গে এবং চরিত্রের সঙ্গে শতভাগ নিজেকে সমর্পণ করি। তবে থিয়েটারে সব চরিত্রে সব সময় ফোকাস করা সম্ভব হয় না।
আর হ্যাঁ, ভিজুয়াল মিডিয়ায় মেকআপ এবং কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ । মেকআপ এবং কস্টিউম পারফেক্ট হলে , গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে চরিত্রে ভালোভাবে নিজেকে উপস্থাপন করা যায়।
পোশাক- ছোট-বড় কিংবা খোলামেলা, এটি বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য- গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে পারফেক্ট মেক আপ এবং কস্টিউম। সহজ কথায়, চরিত্র – যে ধরনের পোশাক ডিমান্ড করে।
ভিশন নিউজ ২৪: ভবিষ্যৎ পরিকল্পনা কি?
চমক তারা : আমি কাজ করে যেতে চাই, অনেক দূর যেতে চাই।