The news is by your side.

চমকে দিলেন ‘এসিডদগ্ধ’ দীপিকা

0 704

 

বলিউডে দীপিকা পাড়ুকোনের সর্বশেষ ছবি ‘পদ্মাবত’। এতে রাণী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার চাকচিক্যময় চরিত্রে থেকে সরে এসে সাদামাটারূপে পর্দায় হাজির হচ্ছেন দীপিকা। মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে অভিনয় করছেন তিনি।

এরইমধ্যে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এসিডে ঝলসে যাওয়া লক্ষ্মী আগরওয়ালের রূপে চমকে দিয়েছেন দীপিকা। মাত্র ১৫ বছর বয়সে অ্যাসিড দ্বারা আক্রান্ত হন লক্ষ্মী আগরওয়াল। তার জীবনী নিয়েই ছবিটি তৈরি হচ্ছে।

প্রথম ঝলক প্রকাশ করে দীপিকা লিখেছেন, এটি এমন একটি চরিত্র যে সবসময় আমার মধ্যে বেঁচে থাকবে

এরইমধ্যে ‘ছপাক’ ছবির শুটিং শুরু হয়েছে। ছবিতে মালতী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ১০ জানুয়ারি।

Leave A Reply

Your email address will not be published.