The news is by your side.

গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি দাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা ও মোমবাতি প্রজ্জলন

0 245

 

 

নিজস্ব প্রতিবেদক

২০০৪ সালের ২১  আগস্ট ইতিহাসের নৃশংসতম এবং বর্বরোচিত গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ দাবি জানান জোট নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন জোটের সহ- সভাপতি শিল্পী দিনাত জাহান মুন্নি, জোটের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সুজন হালদার, জোটের আবৃত্তি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য মুনা চৌধুরী, জোটনেত্রী রেহেনা পারভীন, প্রচার সম্পাদক লায়ন মীজানুর রহমান, দপ্তর সম্পাদক জয়দেব রায়, অভিনেত্রী সোনিয়া পারভীন, রাজ সরকার, মাহমুদা ইয়াসমিন, গোপাল চন্দ্র দাস, কণ্ঠশিল্পী তরঙ্গী ডেজি ও মনিরুজজামান অপূর্ব।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেদিন জঙ্গীরা বর্বরোচিত হামলা চালিয়েছিল।

স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এবং অপতৎপরতা প্রতিরোধে  জোটের সকল জেলা ও শাখা কমিটির নেতৃবৃন্দকে  সব সময় সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। পরে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.