The news is by your side.

গুরতর আহত হয়ে হাসপাতালে পরীমণি

0 158

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি গুরতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। হাতের আঙুলে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন পরী। ওই ছবিতে দেখা যায়, তার হাতের দুটি আঙুলে ব্যান্ডেজ করা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, উপহার।

২২ ডিসেম্বর আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি ‘বিশ্ব সুন্দরী খ্যাত অভিনেত্রী। হঠাৎ এমন অসুস্থ হওয়ায় ব্যাপক চিন্তায় পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। বিভিন্ন মাধ্যমেই জানার চেষ্টা করছেন আসলে কি হয়েছিলো, কীভাবেই বা এতটা আঘাত পেলেন তিনি?

তবে এই বিষয়ে পরীমণি এবং শরীফুল রাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কড়া হলে কোনো সাড়া মেলেনি।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ পেয়েছে পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পোস্টার ও ট্রেলার। এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

Leave A Reply

Your email address will not be published.