The news is by your side.

খোকন মনঃকষ্ট পেলেও আমার পক্ষে আছেন : তাপস

0 634

ভোটের প্রচারে পুরান ঢাকায় গিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্বাচনী বিধির কারণে বিদায়ী মেয়র সাঈদ খোকন সরাসরি প্রচারে নামতে না পারলেও তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন

মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে গণসংযোগ শুরুর আগে তিনি সাংবাদিকদের তিনি একথা বলেন

তিনি বলেন, এবার মনোনয়ন না পাওয়ায় তিনি মনে কষ্ট পেয়েছেন এটা স্বাভাবিক কারণ তিনিও তো দল করেন খোকন মনঃকষ্ট পেলেও আমার পক্ষে আছেন

আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে জানিয়ে শেখ ফজলে নূর বলেন, ‘আমাদের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নত ঢাকা গড়ে তুলতে পাঁচটি লক্ষ্য সামনে রেখে আমরা কর্মসূচি ঘোষণা করেছি প্রতিটি জায়গায় নগরবাসীর কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি ঢাকার মানুষ পয়লা ফেব্রুয়ারির অপেক্ষায় রয়েছে পয়লা ফেব্রুয়ারি সারা দিন তারা নৌকার পক্ষে রায় দেবে নৌকার বিজয় হলে নব সূচনা হবে আর সেই নব সূচনার মধ্য দিয়ে শুরু হবে নবযাত্রা

এবারের সিটি নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে যে দাবি বিএনপি নেতারা করছেন, তা নাকচ করেছেন নৌকার প্রার্থী তাপস

তিনি বলেন, “এটা স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকাবাসী তাদের যোগ্য, দক্ষ সেবক নির্বাচিত করবে সেখানে আমরা লক্ষ্য করছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের নির্বাচন হিসেবে নিচ্ছে না তারা এই নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ হিসেবে নিচ্ছে, তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলন হিসেবে নিচ্ছে আমরা ঢাকাবাসীর সেবা উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য নেমেছি

ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ নিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, “আমি মনে করি, ঢাকাবাসী এটাকে সাদরে গ্রহণ করেছেন এটা আধুনিক প্রযুক্তি আমি এখন পর্যন্ত কারও কাছে শুনিনি এটার ব্যাপারে  কোনো শঙ্কা প্রকাশ করতে

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পারভীন জামান কল্পনা, সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা

Leave A Reply

Your email address will not be published.