The news is by your side.

খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার

0 664

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপি নেত্রী এতিমের টাকা চুরি করে জেল হাজতে গিয়েছেন তাকে আদালত সাজা দিয়েছে তার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার তাকে ছাড়া হবে কিনা বিষয়ে সরকারের কিছু করার নেই

শুক্রবার সকালে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা নিজেদের ঘর সামলাতে পারেন না। তাদের নিয়ে আমাদের কিছু বলার নেই। তারা ভ্রান্ত আইডিয়ার উপর কাছ করেন।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘ডাকসু নির্বাচনে যারা ভোট দিয়েছে, তারা ফলাফল মেনে নিয়েছে। যারা পরাজিত হয় তারা আবেগে অনেক কথাই বলে। ‘

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক কলেজ মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।এতে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া,কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল কাওছার ভূইয়া জীবন, উপজেলা যুবলীগ নেতা মো.আল আমিন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এন. এস. কবির পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.