The news is by your side.

কারো সমালোচনার জবাব দেওয়া খেলোয়াড়ের কাজ নয়, শেবাগের সমালোচনার জবাবে সাকিব

0 115

 

কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন সাকিব আল হাসান। ছুটি কাটানো, কম অনুশীলন করা, ফিটনেস ঘাটতির সঙ্গে অফ ফর্মের কারণে নানাভাবে সমালোচিত হচ্ছিলেন সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক সময়ে তাকে সবচেয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ব্যাটার বিরেন্দ্র শেবাগ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুল খেলতে গিয়ে সাকিবের ক্যাচ হওয়া নিয়ে কটাক্ষ করে শেবাগ বলেন, ‘সে বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার। কোন গিলক্রিস্ট, হেইডেন না যে শট বলে পুল খেলতে যাবে। হুক-পুল খেলতে না পারলে যেটা পারে সেটা করা উচিত।’

শেবাগ আরও বলেন, ‘গত টি-২০ বিশ্বকাপের পর থেকে সাকিব পারফরম্যান্স করছে না। সে তার সময় পেছনে ফেলে এসেছে। লজ্জা থাকলে তার অবসর নেওয়া উচিত।’

শেবাগের সমালোচনার উত্তর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে দিয়েছেন সাকিব। সংবাদ সম্মেলনে সাকিবকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনার পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বিশেষ করে শেবাগ খুব কড়া ভাষায়…।’ প্রশ্ন শেষ না হতেই সাকিব বলেন, ‘কে।’

শেবাগ নাম শোনার পর সাকিব ঠান্ডা কণ্ঠে জানিয়ে দেন, কারো সমালোচনার জবাব দেওয়া খেলোয়াড়ের কাজ নয়, ‘একজন খেলোয়াড় সমালোচনাকারীদের কথার উত্তর দেওয়ার জন্য খেলেন না। খেলোয়াড়ের কাজ দলের জন্য অবদান রাখা। যেটা করতে না পারলে অনেক দিন থেকে অনেকে কথা বলবে। আমার মনে হয় না, এটা খারাপ কিছু।’

Leave A Reply

Your email address will not be published.