The news is by your side.

কাঠমান্ডুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১১, আহত শতাধিক

0 696

 

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাঁদে পড়ে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০৭ জন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের এনডিটিভি।

কাঠমান্ডু জেলা কর্মকর্তা গোমা দেভী চেমজং এএফপিকে বলেন, শনিবার দুপুরে সিন্ধুপালচক এলাকা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার পথে বাসটি দুর্ঘটনায় পরে। বাসযাত্রীর সবাই হিন্দুদের ধর্মীয় উৎসব দাশাইন উৎসবে যোগ দিতে কাঠমানান্ডুতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন এবং বাকী ৫ জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় ১০৭জন হয়েছেন। আহতদের মধ্যে ৩৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন চেমজং।

পাহাড়বেষ্টিত নেপালের সড়কগুলোর বেহাল অবস্থার কারণে দেশটিতে নানা সময় দুর্ঘটনার ঘটনা ঘটে। বিশেষ করে কোনো উৎসব যখন চলে তখন এর পরিমাণ বেড়ে যায়। ওই সময় সড়কগুলো বেশি ব্যস্ত ও গণপরিবহলগুলোতে অতিরিক্ত যাত্রী এর জন্য দায়ী।

Leave A Reply

Your email address will not be published.