The news is by your side.

করোনার টিকা নিলেন জেমস্

0 63

 

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির চতুর্থ দিনে করোনার ভ্যাকসিন নিলেন ‘নগর বাউল ’খ্যাত রকস্টার জেমস।

বুধবার দুপুরে শাহবাগের বিএসএমএমইউতে করোনার টিকা নেন তিনি।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কোনও সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, জেমস্ নিজেই উদ্যোগী হয়েছেন টিকা নেওয়ার বিষয়ে। তিনি মনে করেন, দেশের সব নাগরিকেরই এই টিকা নেওয়া জরুরি।

রবিন বলেন,‘রকস্টার জেমস শুরু থেকেই ভ্যাকসিনের ব্যাপারে পজিটিভ। যেদিন টিকা আসে তখন থেকেই তিনি যোগাযোগ রাখছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। এরপর আজ (১০ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে শাহবাগের বিএসএমএমইউ-তে এসে ভ্যাকসিন গ্রহণ করেন। টিকা নেওয়ার পর তিনি হাসি-খুশি ও স্বাভাবিক আছেন। সবাইকে টিকা গ্রহণ করার অনুরোধ করছেন তিনি।’

এরআগে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা মঙ্গলবার এই টিকা গ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.