বিশ্বাসঘাতক, সর্বদা বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওই মন্তব্য করেন। তিনি লিখেন, ‘ওয়ান্স বিট্রেয়ার অলওয়েজ বিট্রেয়ার’। ওই স্ট্যাটাসের সঙ্গে তিনি নিজের ১৬টি ছবি পোস্ট করেন।
সেপ্টেম্বর মাসে তিনি তার স্যুটেড ও স্টাইলিশ আলোকচিত্র আগের থেকে নিয়মিত এবং ঘন ঘন পোস্ট করছেন বলে প্রতীয়মান হচ্ছে।
২৪শে সেপ্টেম্বরে ষোলটি ছবি পোস্ট করেছেন। এ স্ট্যাটাসটি ইতিমধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন। আর এটি নিয়ে মন্তব্য করেছেন সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ। আর এতে ২৩ হাজারেরও বেশি লাইক পড়েছে।
২৩ সেপ্টেম্বরে সেতুমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস ছিল- ‘লাইফ উইল নট বি দ্যা সেম এগেইন’। লাল টাই পরিহিত তেরোটি ছবি ওই স্ট্যাটাসের সঙ্গে সংযুক্ত করেন।
গত ১৭ সেপ্টেম্বরে সেতুমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস ছিল : ‘হিউজ চ্যালেঞ্জেস অ্যাহেড।’ অর্থাৎ, সামনে বিপুল চ্যালেঞ্জ।