প্রাণঘাতী করোনাভাইরাস এবার ভারতের রাজধানী নয়াদিল্লি ও তেলেঙ্গানায় হানা দিয়েছে।
সোমবার ভারত সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে নয়াদিল্লির রোগীর ইতালি বেড়াতে গিয়েছিল। আর তেলেঙ্গানার আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক সময়ে দুবাই ভ্রমণের ইতিহাস রয়েছে। এছাড়া আরও বিস্তারিত তাদের ভ্রমণ ইতিহাস পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
দুই রোগীর অবস্থাই স্থিতিশীল এবং তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ভারতে প্রথম করোনা ভাইরাসের দেখা মিলে কেরালা রাজ্যে। তিন শিক্ষার্থীর শরীরে মিলেছিল করোনা ভাইরাস। তবে তারা এখন সুস্থ্য আছেন।
এদিকে বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সব থেকে বেশি মৃত্যু হয়েছে চীনে। গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম দেখা দেয় এই প্রাণঘাতী ভাইরাস। তারপর থেকে ৬০টি দেশের ৮৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ শুক্রবার করোনা ভাইরাস সর্বোচ্চ স্তরে পৌঁছেছে বলে হুঁশিয়ারি দিয়েছে। ‘হু’ জানিয়েছে, এই ভাইরাস মূলত ষাটোর্ধ্ব ব্যক্তিদের শরীরে আক্রমণ করে।