The news is by your side.

 ‘এবং ছাদ’ সিনেমা নিয়ে ১৫ জানুয়ারি ঢাকায় আসছেন শ্রীলেখা মিত্র

0 90

বাংলাদেশকে নিজের শিকড় ভাবেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সিনেমা নিয়ে ঢাকায় আসছেন তিনি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে।

ইতিমধ্যে নিজের ব্যাগ গুছিয়ে ফেলেছেন । সকালে ভাঁজ করা কাপড়ভর্তি ব্যাগের ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘আমার শিকড় বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ব্যাগ গুছিয়ে নিচ্ছি।’

উত্তর কলকাতার ছাদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এতে মধ্য বয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। অভিনয়ে আরও আছেন ছোটপর্দার অভিনেতা প্রীতম দাস।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ জানুয়ারি ঢাকায় নামবেন শ্রীলেখা। পরদিন ১৬ জানুয়ারি বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তাঁর সিনেমার প্রথম প্রদর্শনী রয়েছে। ১৯ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলবেন শ্রীলেখা। একই মিলনায়তনে ২১ জানুয়ারি বেলা ১টায় সিনেমার দ্বিতীয় প্রদর্শনী রয়েছে।

বাংলাদেশি সিনেমা ‘জেকে-১৯৭১’ প্রদর্শনের মধ্য দিয়ে ১৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। ২২ জানুয়ারি পর্যন্ত ৭০টি দেশের ২৫৪টি সিনেমা দেখানো হবে। বিভিন্ন বিভাগের সেরা সিনেমার জন্য রয়েছে পুরস্কার। শ্রীলেখার সিনেমাটি নির্বাচিত হয়েছে নারী নির্মাতা বিভাগে।

‘এবং ছাদ’ শ্রীলেখার দ্বিতীয় নির্মাণ। এর আগে ‘বেটার হাফ’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। তবে নির্মাতার চেয়ে অভিনয়শিল্পী হিসেবেই ভারত ও বাংলাদেশে বেশি পরিচিতি রয়েছে তাঁর।

শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বসত ছিল মাদারীপুরের ঘটমাঝি গ্রামে, দেশভাগের সময় বাধ্য হয়ে ভারতে পাড়ি দিতে হয়েছে তাঁদের। শ্রীলেখার জন্ম ভারতে হলেও বাবার মুখে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন তিনি। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। তাঁর কয়েক বছর পর তাঁর বাবার মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.