The news is by your side.

এনসিবির জেরার মুখে কেঁদে ফেলেন দীপিকা

0 438

 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে এনসিবির হাতে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী গ্রেপ্তারের পরপরই বেরিয়ে আসে বলিউডে মাদক সংশ্লিষ্টতার তথ্য। এ তালিকায় নাম ওঠে বলিউডের ২৫ তারকার নাম।

শনিবার ভারতের মুম্বাইয়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবির) ৫ ঘণ্টা টানা জেরার মুখে কেঁদে ফেলেন বলিউড অভিনত্রী দীপিকা পাডুকোন।

সূত্রের খবর অনুযায়ী, শনিবার দীপিকাকে প্রায় ৫ ঘণ্টা ধরে জেরা করা হয় ৷ এনসিবি-র কড়া জেরার মুখে কিছুটা হলেও ঘাবড়ে যান দীপিকা ৷ জানা গেছে, প্রশ্ন বাণে জর্জড়িত হয়ে এনসিবি- অফিসারদের সামনেই কেঁদে ফেলেন দীপিকা ৷ আর ৫ ঘণ্টার মধ্যে এরকম ঘটনা ঘটেছে অন্তত ৩ বার !

এদিন এনসিবির দপ্তরে সবার আগে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সকাল ১০টার আগেই তিনি এনসিবির দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। এই বলিউড অভিনেত্রীকে সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করা হয়।

দীপিকা ছাড়াও সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরকেও জেরা করে এনসিবি।

Leave A Reply

Your email address will not be published.