পোশাক নির্বাচনে তিনি যেমন বেপরোয়া, কথার ধারেও উরফি জাভেদের সঙ্গে পাল্লা দেবে কে! এ বার সদ্গুরু বাসুদেবকেও ছাড়লেন না মডেল-তারকা। তৃতীয় লিঙ্গের, সমকামী কিংবা রূপান্তরকামী মানুষদের ছোট করছেন সদ্গুরু, এমনই অভিযোগ উরফির। একটি ভিডিয়ো পোস্ট করে শুক্রবার কড়া বিবৃতি জারি করলেন তিনি। বললেন, “যাঁরা সদ্গুরুকে মানেন, তাঁরা যেন উরফির ধারেকাছে না ঘেঁষেন!”
কী ব্যাপার? উরফির পোস্ট করা ভিডিয়োতে সদ্গুরুর বক্তৃতা শুনলেই স্পষ্ট হবে। সেখানে সমাজকর্মী তথা স্বঘোষিত আধ্যাত্মিক গুরুকে বলতে শোনা যায়, “এলজিবিটিকিউ আসলে একটি প্রচার অভিযান। এই মঞ্চে এসে নিজ নিজ যৌনতার ধারণা নিয়ে স্বাধীন ভাবে এবং জোর গলায় আলোচনা করতে পারেন সমকামী, রূপান্তরকামী এবং তৃতীয়লিঙ্গের মানুষেরা।…”
এতেই খেপে আগুন উরফি। তিনি সদ্গুরুকে উদ্দেশ্য করে একটি পোস্টে লেখেন, “এলজিবিটি সংগঠন এত ক্ষুদ্র নয়, আপনার মস্তিষ্ক যতটা।”
এর পরই উরফি সাফ জানান, তিনি এ ধরনের ক্ষুদ্র মানসিকতা বরদাস্ত করেন না। যাঁরা যৌনতা দিয়ে মানুষকে মাপতে চান, তাঁদেরকেও সাত হাত দূরে থাকতে বললেন তিনি।
উরফির কথায়, “এ ধরনের অপপ্রচারকে উৎসাহ দেওয়া উচিত নয়। এলজিবিটিকিউ সম্প্রদায়ের আমাদের সমর্থন প্রয়োজন। বহু শতাব্দী ধরে মানুষ তাদের যৌনতা আড়াল করতে বাধ্য হয়েছিল। সমপ্রেম আড়াল করতে অন্য কেউ হয়ে ওঠার চেষ্টা করতে হয়েছিল। কিন্তু আর নয়। আমাদের উচিত তাদের পাশে থাকা। নিজেকে লুকিয়ে রাখা কেন? বরং পাশে থেকে বোঝান, নিজের মতো হতে বাধা নেই। যাকে খুশি ভালবাসায় অপরাধ নেই। ”
উরফির এমন সমাজ সচেতন মনোভাবের জন্য এক সপ্তাহ আগে প্রশংসায় ভরিয়েছিলেন র্যাপার হানি সিংহ। এক সাক্ষাৎকারে বলেছিলেন, দেশের সমস্ত মেয়ের উরফির মতো নির্ভীক এবং সাহসী হতে শেখা উচিত।