The news is by your side.

উরুগুয়েকে ৭-০ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-২০ শিরোপা জিতেছে ব্রাজিল

0 243

উরুগুয়ের জালে গুনে গুনে ৭ বার বল জড়িয়ে দিয়েছে ব্রাজিল। একটিও শোধ করতে পারেনি উরুগুয়ে।

রোববার রাতে ঘরের মাঠ কারাসিকায় এস্তাদিও ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে উরুগুয়েকে ৭-০ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-২০ টরনেইয়ো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে ব্রাজিল।

এই ৭ গোলের মধ্যে মার্কোস লিওনান্দ্রো একাই করেন ৪টি।  বাকি ৩টি গোল আসে ভিতর রক, কাইকি আর জাদের পা ছুঁয়ে।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা সেলেসাওরা দ্বিতীয়ার্ধে দেয় আরও ৪ গোল।

ম্যাচের ১২ মিনিটের মাথায় দারুণ সুযোগ পায় ব্রাজিল। সাইওর শট একটুর জন্য জালে জড়ায়নি। এন্ডারসন দোয়ার্তের দারুণ এক শট ঠেকিয়ে ব্রাজিলকে বাঁচান গোলরক্ষক।

উরুগুয়ে থেকে ধারালো কোনো আক্রমণ দেখা যায়নি।  বল বেশিরভাগই ছিল উরুগুয়ের ডি-বক্সে।  একের পর এক আক্রমণ চালিয়ে গেছেন সেলেকাওরা। সফল হয়েছে ৭বার। শিরোপা জয়ের পথে অপরাজিত থেকেছে ব্রাজিল।

 

Leave A Reply

Your email address will not be published.