The news is by your side.

উরফির শরীরে জড়ানো দু’হাজার সিমকার্ড!

নতুন পোশাকে ফের চমকে দিলেন উরফি

0 133

 

 

 

এটাই বাকি ছিল। উরফির শরীরে এবার দেখা গেল প্রায় ২০০০ টি সিম কার্ড দিয়ে তৈরি পোশাক। যা দেখে হতবাক সবাই। নেটিজেনদের মধ্যে কেউ কেউ তো বলছেন, এত সিমকার্ড কোথায় পেলেন সুন্দরী?

কয়েকদিন আগে হাত দিয়ে স্তন ঢেকে ছবি পোস্ট করেছিলেন উরফি। শরীরে পোশাক প্রায় নেই বললেই চলে। এমন অবস্থায় ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন উরফি । আর সেই ভিডিও আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। উরফির কাণ্ড থেকে রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কথা স্মরণ করলেন নেটিজেনরা। তবে শোনা যাচ্ছে, ‘জামাতারা’ সিরিজের নতুন সিজনের প্রোমোশনের জন্য়ই এমন কাণ্ড ঘটিয়েছেন উরফি।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। এবার প্রায় নগ্ন অবস্থাতেই ফ্রেমবন্দি হয়েছেন সোশ্যাল মিডিয়ার তারকা।

ইদের দিনে ফ্লোরাল শাড়ির সঙ্গে ব্রালেট পরেছিলেন উরফি। শাড়ির আঁচল এমনভাবে নিয়েছিলেন যাঁতে বক্ষযুগলের ভাঁজ দেখা যায়। তাতে প্রবল সমালোচিত হন সোশ্যাল মিডিয়ার তারকা। “কিছু তো লজ্জা রাখ।

আজকের দিনে এমন পোশাক না পরলেই নয়!”, “মুসলিম সমাজে কিছু নির্লজ্জেরও জন্ম হয়”, উরফির ছবিতে এমন মন্তব্য করা হয়। অবশ্য এসব নিয়ে বিশেষ মাথা ঘামান না উরফি। যেমন ইচ্ছে তেমন পোশাক তিনি পরতে পারেন বলেই দাবি সোশ্যাল মিডিয়ার তারকার।

 

Leave A Reply

Your email address will not be published.