The news is by your side.

ইশরাকের বাসায় ব্রিটিশ হাইকমিশনার

0 661

গণসংযোগকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের কর্মীসমর্থকদের সংঘর্ষের পর তার বাসায় যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন

ডিকসন বলেছেন, নির্বাচনে সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয় আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই যাতে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তিনি আরও বলেন, আমি অন্য মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করেছি আজকে এরই অংশহিসেবে আমি এখানে এসেছি

রবিবার দুপুর ৩টা ২০ মিনিটে রাজধানী গোপীবাগে ইশরাক হোসেনের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে সাক্ষাতের জন্য ইশরাকের গোপীবাগের বাসায় আসেন রবার্ট সাক্ষাতে ইশরাকের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম উপস্থিত ছিলেন

বৈঠকে হামলার পুরো ঘটনা ব্রিটিশ হাইকমিশনারের কাছে তুলে ধরেন ইশরাক সময় সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালানোর পরামর্শ দেন ডিকসন

Leave A Reply

Your email address will not be published.