The news is by your side.

ইরান সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

0 172

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মঙ্গলবার  ইরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

দিমিত্রি পেসকোভ বলেছেন, ইরানে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন। সেই বৈঠকে থাকবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।

রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ আরও বলেছেন, ত্রিপক্ষীয় বেঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে আলাদা একটি বৈঠক করবেন পুতিন।

তাদের দাবি সিরিয়া বিষয়ক আলোচনা করতে ইরান যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন এমন সময় ইরানে যাচ্ছেন যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধে কাজে লাগাতে ইরানের কাছ থেকে ড্রোন নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিশ্চিত নই ইরান ইতোমধ্যে মনুষ্যবিহীন প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়াকে সরবরাহ করেছে কিনা। তবে ইরান যে সেসব ড্রোন চালানোর জন্য চলতি মাসেই রুশ সেনাদের প্রশিক্ষণ দিতে যাচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে।’

Leave A Reply

Your email address will not be published.