The news is by your side.

ইউক্রেনকে ৪৫ টি শক্তিশালী ট্যাংক দিচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্র

0 183

 

চলমান যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমা মিত্রদের কাছে ট্যাংক চেয়ে বারবার আবেদন করছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েক সপ্তাহের জল্পনাকল্পনার পর ইউক্রেনের এ আবেদনে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ১৪টি লেপার্ড ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ৩১টি আব্রামস ট্যাংক দেবে ইউক্রেনকে।

স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেওয়ার ঘোষণা দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ ঘোষণা দেন। এ সময় ওলাফ শলৎজ বলেন, ‘আমাদের পক্ষ থেকে ইউক্রেনকে কীভাবে সর্বোচ্চ সহযোগিতা করা যায়, এ সিদ্ধান্ত তার একটি নমুনা।’

শলৎসের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও ইউক্রেনকে ট্যাঙ্ক পাঠাবার কথা ঘোষণা করলেন। জো বাইডেন ঘোষণা করেছেন, তারা ৩১টি অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক আবরাম ট্যাঙ্ক ইউক্রেনকে দেবেন। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন বলেন, ‘এটাই বিশ্বের সবচেয়ে ভালো ট্যাঙ্ক।’

ইউক্রেনকে ট্যাংক দেওয়াকে ‘একটি ব্যর্থ পরিকল্পনা’ মন্তব্য করে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এই দামি ট্যাংকগুলো অন্য সবকিছুর মতো নিমিষেই জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হবে।’

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত অন্তত ১৬টি দেশের কাছে লিওপার্ড-২ ট্যাংক রয়েছে। ইউক্রেন মনে করছে, অত্যাধুনিক এমন ৩০০ ট্যাংক পেলে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তাদের যুদ্ধজয়ের পথে খুবই গুরুত্বপূর্ণ এই দুই ঘোষণা। ইউক্রেনে প্রেসিডেন্টের প্রশাসনিক অফিস থেকে বলা হয়, এটা এক ঐতিহাসিক সিদ্ধান্ত।

তবে ক্রেমলিন বলছে, জার্মানি ও যুক্তরাষ্ট্র ইউক্রেনে ট্যাংক সরবরাহ করলেও তাতে বাস্তবতার কোনো পরিবর্তন ঘটবে না। বরং রাশিয়াকে হারাতে পশ্চিমারা যে ভ্রমের মধ্যে আছে সেজন্য তাদের অনুশোচনা করতে হবে।

 

Leave A Reply

Your email address will not be published.