সেদিন জন্মদিন পালন করেছিলেন সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির শুটিং সেটে। এবার এই সেট থেকে এল দুঃসংবাদ। এই অভিনেত্রীর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিজেই জানিয়েছেন এ খবর।
কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা জানাননি পূজা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, তাঁর বাঁ পায়ে ব্যান্ডেজ। ক্যাপশনে লিখেছেন, তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কথা। পায়ের এই আঘাত সারাতে ডাক্তার পূজাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু এই অভিনেত্রীর হাতে এখন একাধিক কাজ থাকায় শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।
আহত হলেও শুটিং থেকে বিরতি নেননি পূজা। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা গিয়েছিল শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি নির্মাণ করছেন ফারহাদ সামজি। এটি প্রযোজনার দায়িত্বে আছে সালমান খান ফিল্মস। এতে পূজা-সালমান ছাড়াও অভিনয় করছেন জগপতি বাবু, রাঘব জুয়াল, শেহনাজ গিল, পালক তিওয়ারি প্রমুখ। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদে।