আলবার্তো ফার্নান্দেজ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, বিজয়ী হতে ৪৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন আলবার্তো।
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলা দেশটিতে রবিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ফার্নান্দেজ তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ দলের মরিসিও মাক্রিকে পরাজিত করেছেন।
৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে জানা যায়, ফার্নান্দেজ পেয়েছেন ৪৭ দশমিক ৭৯ শতাংশ ভোট অপর দিকে ম্যাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ ভোট।
আর্জেন্টিনার আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি ৪৫ শতাংশ ভোট পান কিংবা ৪০ শতাংশ ভোট ও তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকেন তবেই তিনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর ফার্নান্দেজের সমর্থকরা তার নির্বাচনী সদর দফতরে উল্লাসে মেতে ওঠেন।
পরাজয় মেনে নিয়ে মরিসিও মাক্রি ফার্নান্দেজকে স্বাগত জানিয়েছেন।
রয়টার্সের বরাত দিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, জয়লাভ করার পর ফার্নান্দেজ তার সমর্থকদের উদ্দেশে বলেন, যতটুকু পারেন তিনি বিদায়ী প্রেসিডেন্টকে সহযোগিতা করবেন।
এর আগে আলবার্তো ফার্নান্দেজ দেশটির নাগরিকদের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তিনি আর্জেন্টিনার অর্থনীতিকে সবল করবেন। ঐক্যের ডাক দেওয়া এ নেতা জোর দিয়ে বলছেন যে, তিনি ব্যর্থ হবেন না।