The news is by your side.

আমি শিল্প ভালোবাসি:  সানি লিওন

যখন আমি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি, অনেক লোক আমার সাথে কাজ করতে অনিচ্ছুক ছিল

0 208

 

সানি লিওন, পুরো নাম করণজিৎ কৌর ভোহরা। বলিউডে যাত্রা শুরুর এক দশক হয়ে গেছে সানির। কাজ করেছেন অনেক ব্যবসাসফল চলচ্চিত্রে। গানের মডেল হিসেবেও বেশ সুখ্যাতি অর্জন করেছেন আবেদনময়ী এই অভিনেত্রী।

বলিউডে আগমন তাঁর জীবনে একটি নতুন অধ্যায় খুলে দিলেও এখনো তাঁর অতীত জীবন তাঁকে তাড়িত করে। সম্প্রতি তিনি নিজের অতীত ও বর্তমানে কাজের বিষয়ে কথা বলেন।

২০১২ সালে সানি লিওন পশ্চিমের প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রশিল্পে তাঁর কর্মজীবন ছেড়ে বলিউড যাত্রা শুরু করেছিলেন পূজা ভাটের ‘জিসম-২’ সিনেমাটির মধ্য দিয়ে। এর পর থেকে বলিউডে তিনি নিজের আলাদা একটি পরিচিতি তৈরি করেছেন।

সানি লিওন বলেন, ‘যখন আমি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি, অনেক লোক আমার সাথে কাজ করতে অনিচ্ছুক ছিল। কিন্তু এমন অনেক লোক ছিল যারা আমার সাথে কাজ করতে চেয়েছিল। তবে আরো কিছু বিখ্যাত প্রডাকশন হাউস এবং লোকেরা এখনো সম্ভবত আমার সাথে কাজ করতে অনিচ্ছুক। যদিও এটি আমাকে আর বিরক্ত করে না। ’

তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি (নিজের সাথে ‍তুলনা করে) ২০১২ সালে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিল তাঁর তুলনায় আমি এখন সম্পূর্ণ আলাদা। আমি এখানে থাকতে ভালোবাসি, আমি এই শিল্পকে ভালোবাসি। আমি যে সমস্ত কাজ করতে পেরেছি ভালো পছন্দ এবং খারাপ পছন্দের, সব কিছুর জন্যই আমি খুশি। খারাপ পছন্দগুলোর মধ্য থেকেই অনেক ভালো কিছু বেরিয়ে এসেছে এবং এর মাধ্যমে আশ্চর্যজনক কিছু লোকের সাথে দেখা করতে সক্ষম হয়েছি, কাজ করেছি এবং জেনেছি যে এটিই আমার বাড়ি। আমি প্রতি সেকেন্ড একে ভালোবাসি। ’

৪১ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, ‘যখন আমি এখানে প্রথম স্থানান্তরিত হয়েছিলাম, আমার ধারণা ছিল না যে আমি এটাকে এতটা ভালোবাসব। যারা আমাকে সমর্থন করেছে তাদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ। কারণ তাদের ছাড়া আমি সত্যিই এখানে পৌঁছতে পারতাম না। ’

২০১২ সালে পর্ন ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিয়ে কানাডা থেকে ভারতে চলে আসেন সানি লিওন।  বলিউডে আসার পর তিনি ভারতে স্পটলাইটে আসার জন্য বিগ বসের একটি সিজনের মাধ্যমে রিয়ালিটি টিভির পথ ধরেছিলেন। এর পর থেকে তিনি ‘এক পহেলি লীলা’, ‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘রইস’, ‘কারেনজিৎ কৌর-দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ এবং ‘রাগিণী এমএমএস রিটার্নস’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন। এখন তিনি চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের সাথে একটি প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.