ঐশ্বরিয়া রাই গ্লামার ও অভিনয়গুণ দিয়ে মন জয় করে নিয়েছেন কোটি ভক্তের। টাকার কাছে নিজেকে সপে দেননি। বিগ বাজেটের বহু সিনেমা ছেড়ে দিয়েছেন গল্প পছন্দ না হওয়ার কারণে। ক্যারিয়ারে হাতে গোনা মাত্র কয়েকটি ছবি করেছেন, তাও বেছে বেছে।
মিস পারফেকশনিস্ট বলিউডে যে কয়টি ছবি করেছে তার প্রায় সবই হিট হয়েছে। বলিউডে ঐশ্বরিয়ার সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য খুব কমই ছিল। তবে হলিউডে বোল্ড দৃশ্যে দেখা গেছে রাই সুন্দরীকে।
এ নিয়ে ঐশ্বরিয়া রাইকে এক ফ্রেঞ্চ সাংবাদিক প্রশ্ন করেছিলেন। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের এলে কী করবেন? শুধু যে এই প্রশ্নের উত্তর দিতেই অস্বীকার করেছিলেন ঐশ্বর্য তা নয়, সঙ্গে ওই সাংবাদিককেই জিজ্ঞেস করে বসেছিলেন , ‘আপনি কি গাইনোকলজিস্ট?’
ঐশ্বর্যর এমন একটি এক পুরনো সাক্ষাৎকার শেয়ার হয়েছে সম্প্রতি। যেখানে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমি পর্দায় কখনও নগ্ন হইনি। আর নগ্ন হওয়ার ইচ্ছেও নেই।’ তবুও যখন বারবার সাংবাদিক এই নিয়ে প্রশ্ন করতে থাকেন তখন তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ‘আমার তো মনে হচ্ছে আমি আমার গাইনির সঙ্গে কথা বলছি। মানে আমি কার সঙ্গে কথা বলছি! আপনি একজন সাংবাদিক। আর সেটাই থাকেন।’
সাংবাদিককে যে উত্তর ঐশ্বর্য দিয়েছেন তা মুগ্ধ করেছে ভক্তদের। একজন লিখেছেন, ‘আমার তো মনে হয় ওরা সবচেয়ে বাজে সাক্ষাৎকার গ্রহণকারীকে নিয়ে এসেছে। যার কোনো ধারণাই নেই বলিউড কেমন।’