The news is by your side.

আবদুল গাফ্ফার চৌধুরীর প্রয়াণে ভিশন নিউজ ২৪ পরিবারের শোক

0 261

নিজস্ব প্রতিবেদক

বাংলা ভাষা, সাহিত্য- সংস্কৃতি এবং রাজনীতির শুদ্ধতম বিকাশে  নেতৃত্বদানকারী  বহুমাত্রিক প্রতিভার   অধিকারী  বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে ভিশন  নিউজ ২৪ পরিবার।

এক শোক বার্তায়  পত্রিকাটির প্রধান  উপদেষ্টা অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক  বলেন, আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে  বাঙালি জাতি এবং বাংলাদেশ  যে শূন্যতা তৈরি হয়েছে , তা কোনদিনই পূরণ হওয়ার নয়।

ভিশন নিউজ ২৪ সম্পাদক  সুজন হালদার বলেন, আবদুল গাফ্ফার চৌধুরীর আকর্ষণীয় ব্যক্তিত্ব  জাতির আগামী দিনের পথচলায় প্রেরণা যোগাবে।

Leave A Reply

Your email address will not be published.