The news is by your side.

আত্মসমর্পণ করো নয়তো মরো! ইউক্রেন সেনাকে রুশ হুমকি

0 282

 

 

মারিয়ুপোলে আটক ইউক্রেন সেনাকে আত্মসমর্পণের ‘চরম সময়সীমা’ দিল রুশ ফৌজ। মঙ্গলবার রুশ সেনার তরফে ঘোষণা করা হয়েছে, অবিলম্বে অস্তসমর্পণ না করলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগতদের চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার দুপুরের মধ্যে যাঁরা অস্ত্রসমর্পণ করবেন, তাঁরা প্রাণরক্ষার নিশ্চয়তা পাবেন বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। সোমবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল বলেছিলেন, ‘‘রুশ বাহিনীর বোমায় গুঁড়িয়ে গিয়েছে মারিয়ুপোল, কিন্তু পতন ঘটেনি!’’

রুশ সেনার লাগাতার হামলার মুখেও আত্মসমর্পণ করেনি দক্ষিণ ইউক্রেনের বন্দর-শহর মারিয়ুপোল। টানা কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনীর হামলায় শহরের পরিকাঠামোর ৯০ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে বলে মারিয়ুপোলের মেয়র বাদিম বয়চেঙ্কোর অভিযোগ।

 

Leave A Reply

Your email address will not be published.