The news is by your side.

আগস্ট এলেই বিএনপির ঘাতক চরিত্র প্রকাশ পায়: কাদের

0 198

আগস্ট মাস এলেই বিএনপির বেপরোয়া চেহারা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে, ভোলায় পুলিশের ওপর হামলা তারই লক্ষণ।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। নির্বাচন সামনে রেখে আগুনসন্ত্রাস শুরু করেছে তারা। তবে সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।

এর আগে সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে স্থাপিত এই ক্রীড়া সংগঠকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, মির্জা আজম এমপি, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.