The news is by your side.

আওয়ামী লীগ দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে:  সোহেল তাজ

0 25

 

তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে আওয়ামী লীগ এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন— হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।

তিনি আরো লিখেছেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না।

প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কু-এর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা- আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসে ‘ট্রাম্প’ কার্ড, ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা।

ফেসবুক পোস্টে সবাইকে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা ‘আমার ফাঁসি চাই’ এবং ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী ’ বই দুটি পড়ার অনুরোধ জানান সোহেল তাজ। এ সময় আওয়ামী লীগের সমর্থকদের বিবেককে জাগিয়ে আত্ম-উপলব্ধি আত্ম-সমালোচনা করে অনুশোচনা করার আহ্বান জানান তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.