The news is by your side.

অনুপ্রবেশ ইস্যুতে ফের মেক্সিকোকে দোষারোপ ট্রাম্পের

0 873

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের জন্য ফের মেক্সিকোকে দোষারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার অনুপ্রবেশে সহায়তার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত ফের বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন।

গতকাল এক টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, আমেরিকার দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশি দেশ মেক্সিকো অবৈধ অভিবাসীদের অবাধে সীমান্ত অতিক্রমের সুযোগ দিচ্ছে। এ কারণে ‘দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেয়া হতে পারে।

অবৈধ অভিবাসীর ঢল বন্ধে সহযোগিতা করার ব্যাপারে মেক্সিকো কিছুই করছে না বলেও অভিযোগ করেন তিনি।

শুধু মেক্সিকোই নয় একইভাবে হন্ডুরাস, গুয়েতেমালা ও এল সালভাদর বছরের পর বছর ধরে অর্থ নিয়েও কিছু করছে না বলে মন্তব্য করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.