The news is by your side.

বিয়ের ২ মাস পরই অন্তঃসত্ত্বানেহা কাক্কার!

0 46

 

 

২৪ অক্টোবর প্রেমিক রোহান প্রীত সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে অবদ্ধ হয়েছিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। এরইমধ্যে প্রকাশ্যে এলো, বলিউডের এই গায়িকার মা হওয়ার খবর।

শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন নেহা। আর সেখানে তার বেবিবাম্প দেখা যাচ্ছে। এরপর থেকেই ৩২ বছর বয়সী এই তারকার সন্তানসম্ভবা হওয়ার ‍গুঞ্জন শুরু হয়েছে।

শেয়ার করা ছবির ক্যাপশনে হ্যাসট্যাগ দিয়ে নেহা কাক্কার লিখেছেন- ‘খেয়াল রাখখা কার।’

তবে এটি কোনো গানের শুটিংয়ের দৃশ্য নাকি সত্যি সত্যি বলিউডের এই গায়িকা মা হতে যাচ্ছেন এখন সেটি জানার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

 

Leave A Reply

Your email address will not be published.